আমার বিদায়ে পৃথিবীতে পরিবর্তন হবেনা!
আগমনেও  কোনো বিপ্লবের আবির্ভাব
কিংবা সবুজ বাতির দীর্ঘস্থায়ী হয়নি   ,
বিজ্ঞান বার বার প্রমাণ করে দিয়েছে
বস্তুর স্থান পরিবর্তন করলেও শুন্যস্থান থাকেনা
পদার্থ অপদার্থ যাই হোকনা কেন , সরে যাওয়ার পর
আবার শূন্য স্থান পুনরায় পূর্ন হয়ে যায়,
সে চলে যাওয়ার পর তুমি এসেছিলে
আমি যাওয়ার পর আবার কেউ  আসবে
কখনো নৌকা কখনও ঘাট  হয়েছি
নদী হিসাব রাখেনি , কে ভাসলো আর কে ভাসালো,
তুমি মাঝে মাঝে বলতে ,
আমার স্পর্শ নাকি অনাবিল সুখের  উৎস !
অল্প সময়ের ব্যবধানে অনেক কাছের হয়েছিল
আবার অল্প সময়ে সুমেরু কুমেরু
আমার দোষ নাই, পৃথিবী প্রচন্ড গতিতে ঘুরছে
আমি একবার স্থির গিয়েছিলাম মাত্র
এত কিছুর পরেও পৃথিবীর কিছুই হয়নি
যা হওয়ায় হয়েছে শুধু তোমার আমার