আমার দৃষ্টি দীর্ঘ সময় ধরে তোমাকে
অবলোকন করে চলেছে
মায়াবি আলো ছায়ায় তুমি
অগোছালো তোমার কেশ রাশি
প্রাণ খুলে দৈত্য হাসি তোমার মুখে
আবার প্রাণবন্ত শিশুর মতো আবদার
তোমার মাঝে তুমি আর নাই
রঙ্গীন জ্বলে বরফের টুকরো
অনেক আগেই একাকার হয়ে গেছে
আলতো চুমু  দেওয়া সিগারেট
ছাই খসতে খসতে তুলোয় আগুন
পুরো রেস্তরাঁ কৃত্রিম প্রেমে মত্ত
আর ধোঁয়ায় আচ্ছন্ন আমি
তোমার উপস্থিিতি যেনো এক ইন্দ্রজাল
ভীষণ ভয়ানক নয়ন তারা
আমাকে হাতছানি দিয়ে ডাকছে
পানীয়, সিগারেট তোমার উষ্ণ ঠোঁট
প্রসাধনীর মিশ্র উগ্র নরম গন্ধ
আমার হৃদ স্পন্দন উর্ধমুখী
পরিবেশ ও যেনো তেতে উঠেছে
তোমার পাত্রে হত্যা করা মুরগী
আমার গ্লাসে মাদক
কোনো অপরাধ বোধ নেই
কোনো খেদ নেই , দুঃখও নেই
হুশ ও নেই ,