এসেছিলে গুটি পায়ে,
তবে বিদায় রণপায় কেনো?
মিছে দমকা হাওয়াকে দুষছো
লেগেছে ভার, পুরনো পাতার
বসন্তে , তোমার  শাখায় গজায় কচি পাতা
তুমি তবে পর্ণমোচী   ! আগে তো বলোনি ?
তোমার ভরসায় ছাদহীন ঘর  বেঁধেছিনু
পাখিরা বাসা বেঁধেছিল
তোমাকে একান্ত আপন ভেবে
আমি না হয় ....
ওরা তো অবলা ছিলো


শিকড় টা এখনও মাটির গভীরে আছে তো?
পাতালপুরীর খবর এখনও রাখো তো?
তবে জানো কি ?
এত কিছু  মন্দের মাঝে
অনেক কিছু ভালো হয়েছে
তোমার পাতা গুলো ঝরে  যাওয়ায়
খুব সকালের মোলায়েম আলোটা
আর জোছনা  কিছুটা মাটিতে কিছুটা পুকুরে পড়ে
রাতে মাছ গুলো উকি মেরে  চাঁদ দেখে
বিকালে ডুবন্ত লাল সূর্যটা পাতাহীন ডালের মাঝে
কেমন সুন্দর উকি মারে,
অনেক কিছু সুন্দর হয়ে গেছে
বারবার নতুন পাতার আর মায়া বাড়িও না