শুনেছি সে নাকি উপহাস করে
সে নিজে করে তো?
শুনেছি সে নাকি আমায় ঘৃণা করে
হৃদয় থেকে করে তো?
অনেক উড়  অভিযোগ আসে
অভিযোগ গুলো ওর নিজের তো?
শুনেছি আমার উপস্থিতি অনুপস্থিতি
কোনো কিছুই আসে যায় না
মনের মনি কোঠায় বসিয়ে রাখেনি তো ?
শুনেছি অনেকেই তাকে ভালো বাসে
ওকে জিজ্ঞেস করো , ভালো বাসতে জানে তো?
আমার পত্র গুলো সজোরে মুড়ে ছুড়ে ফেলে দেয়
ছিঁড়ে পুড়িয়ে দেয় না কেনো?
একান্তে বসে ওগুলো পড়ে না তো?
শুনেছি সে নাকি আমার ছায়া ও দেখতে চায় না
তাকে জিজ্ঞেস করো,
অন্ধকারে সাক্ষাৎ করতে পারবে তো?