শুনছো! ওখানে কি এখন রাত?
আকাশ টা পরিষ্কার আছে?
মাঠে ঝি ঝি পোকা আর জোনাকি গুলো আছে?
শুনছো! বলছি পাশের কলকারখানা গুলো বিশ্রামে?
সবাই ঘুমিয়েছে?
মুখটা তোলো, আকাশ পানে তাকাও
পাতা ঝরা গাছটার ফাঁক দিয়ে , উঁকি মারছে
দেখেছো? রূপালী চাঁদ টা?কেমন মায়াবী!
তার ইন্দ্র জালে আটক প্রকৃতি
চারিদিকে আলো ছায়ার লীলা চলছে
শুনছো? তুমি কি জেগে আছো?
জানলার পর্দা টা একটি সরাও
এক টুকরো আলো ললাটে চুমো দিতে চায়
পারলে জোছনাস্নাত হয়ে নাও
তোমার প্রতিটি বিভাজিকার উষ্ণ আবেদন
শীতল করে নাও
আজকে সে তোমার সাথে কথা বলতে চায়
শব্দ করোনা , অনুভব করো
তোমাতে মিশতে চায়
আজকের চাঁদ টা শুধু তোমার আমার
আমি ওকে সব কিছু বলিনি
কিন্তূ গোপন প্রণয় সব জানে
এমন কি সে নাকি লায়লা মজনুর সহ
রোমিও জুলিয়েট এর বার্তাবাহক !
এমনকি ভেঙে যাওয়া প্রেমের কাহিনীর সাক্ষী
অনেক কিছুই জানে সে
তবুও সবার কথা বুকে পাথর করে রেখেছে
শুনছো! চাঁদটা এখন দিগন্ত রেখার দিকে ঝুঁকছে
কিছু পাখি ডাকছে
এবার বুঝি বিদায় নেবে
আর একবার তাকাও আমি তাকিয়ে আছি
তুমি আমি আর চাঁদ