অসীম ব্রম্ভান্ড, কালো অন্ধকারে,
ব্ল্যাক হোল আর ডার্ক এনার্জি
কয়েক আলোক বর্ষ দুর
আরো একটি পৃথিবীর সন্ধানে ,
দূরবীনএ মহাকাশ আর দেখিনা,
অণুবীক্ষণ যন্ত্রে জীবাণুর হৃৎপিণ্ড খুঁজে বেড়াই
আর খুঁজি মাংস ছাড়া দেহ
কোথায় লুকিয়ে থাকে কামনা, বাসনা
দেহের কোন জাগায় লুকিয়ে থাকে প্রেম
ডারউইন তত্বের পাশব মানুষ
কিভাবে লুকিয়ে আছে আজও আমাদের মাঝে,
তোমার আমার প্রেম নাকি অভিকর্ষ
কোন বাঁধনে আটকে আছি ধরনী তে ?
কেউ কি আছো মহা শূন্যে, অসীম দূরে?
কেউ কি আছো আমার শরীরের কোষে?
আমি খুঁজে বেড়াই, শুধু খুঁজে বেড়াই!