ঠিক কতো দিনের অপেক্ষায়
ভাল দিন ফিরবে
কতো অপেক্ষাতে পিয়াসির
তৃষ্ণা ভার মিটবে।
দিনে দিনে বয়স আর থামেনা
শুধু অপেক্ষার দিন কমে না
কমে না তিক্ত দিনের নিষ্ঠুর
চাবুকের রক্ত প্রহার।
দিন গোনা আর শেষ হয় না
শেষ হয়না চাওয়ার
দিন বারে চাহিদা বারে দ্বিগুণ
আশা বেশি কিছু পাওয়ার।
হন্নে হয়ে কিছু খুঁজলে কি
শূন্যের সংখ্যায় বারে?
সংখ্যার শেষ আর হয় না
গুনেই ৩৬৫'র মোর্চা
একি শুধু আমার ক্ষেত্রেই
নাকি আর্তনাদটা সবার।
রক্তে লাল আঁখি বারি ধারা
হাসি তবুও মুখে
মুখ দেখে সবে ভাবে
আছি বুঝি খুব সুখে।
আছি খুব সুখেই হয়তো
রোজ দিন বেচে
ক্লান্ত গতরের বিষ-বেথায়
রাত্রির ঘুম থমকে।
ডাকিনীর ঘোর কাটে ভোরে
শুরু হয় জীবিকা
দিনের সূর্য চক্ষু পুড়াই
সব লাগে মরি চিকা।