এখন কেউ ভালবাসতে চাইলে
আঁখি বারি বারি হয় রজনী ক্ষনে
মনে হয় রত্ন পেয়েছি
খুঁজে পাওয়া অমূল্যকে ঘোসে মেজে
যত্ন করে বেঁধে রাখি স্পন্দনে।
ডোঢ় ছারা জীবন,প্রেমে ক্লিষ্ট
ভিন্ন স্বাদের মাত্রা বুঝি না
সুখ পাই শুধু সু-পরিচিতা,আত্ম-পরিচিতার গন্ধেই
চাই সে রাগীনি হোক,হোক সুরের রানী
ঝগড়ার ঝংকার হোক ক্ষনে ক্ষনে
তবু স্থির হোক আমার টানে।
গাঢ় কাইরাতেই যেন তার সব শান্তি
হয়তো কৃষ্ণরে খুঁজে আমার পানে
তাই বার বার ফিরতে কই
চিঠি দেই বায়ু বাহুতে রোজ।
আমি আছি মহা ব্যাস্ত রাজ কর্ম যঙ্গে
কর্ম না অকর্ম বুঝি না,যান্ত্রিক এ জীবন
তটে তটে তরী ভীরে বুনে
নানান...রঙিন সব স্বপণ।
তারে বলতে ভয় হয়,আসা হবে না!
যদি সব ভুলে যায়,হারিয়ে যায়
চক্ষু রোজা রোসে
তাই আশা দিয়ে রাখি,সে আশায় বক্ষ বাঁধে
পথ চেয়ে থাকে দিবা-নিশি
মধ্যাহ্ন বেলার গরম ভাতে।