সে রাতের কুয়াশার মতো
বাম অলিন্দ হয়ে উর্ধ্ব মহা শিরায়
ছোরিয়ে ছিটিয়ে থাকে হৃদ মূলে।
তার ব্যাপ্তি অক্সিজেন ন্যায়
ছুটছে ধমনি দিয়ে মস্তিষ্কের গলিতে
নিউরন গুলো তার স্মৃতির সিগন্যাল
দিতেই ব্যাস্ত,কারণে অকারণে।
মনে হয়,আমি যেনো আমি নই
আমি যেন তুমি,শুধুই তুমি
তোমার প্ররোচনা তোমাতেই
সারা-বেলা মুগ্ধ আমি।
তুমি মোনালিসা হয়ে রেটিনা
জয় করেছো,পরাজিত করেছো
অন্য রূপালী সৌন্দর্যের ক্ষনিরে
তাই বিজয় উল্লাস করো।
আয়োজন করো বিজয় কে ধরে রাখার
যে বিজয় অল্প মাত্রার গল্প দিয়ে
পূর্ণতা লাভ করতে পারেনি।
তোমার চাওয়া,হিমোগ্লোবিন হয়ে
জিয়ে রাখছে আমায়
আরও হিম হিমোগ্লোবিন হও
জিয়ে রাখো আমায়,তোমার করে।
আমি ক্লান্ত হয় থমকে যায়
আবার শুরু করি,হই পূণরায় ক্লান্ত
ইলেকট্রোলাইট এর লাইট হাউস
হয়ে পথ দেখাও আমায়।
এই সমাচার তোমার জন্য প্রীয়
যুগ-যুগ জিও,জিও অনন্তকাল
ভালবাসা দিয়ে মাখিয়া রাখিও
হাজার,লক্ষ,কোটি সাল।