উইল করে দিয়েছি সব হাড় গুলো আমার
তোমাদের নামে নামে,আয়েশে নিলাম দিও,
চার প্রহরের নামাজে শুধু ভাল দোয়াই মেপো।
শরীরের মাংশ গুলো পিস-পিস করে কেটো
পঁচে যাবার আগেই,সমান ভাগে নিও,
আসি যদি রাতের স্বপ্নে...শুধু ভালবাসা দিও।
চোখ যুগল বেশ দামি,মূল্য পাবে বেশি
আরামে চলবে বছর কয়েক,থাকবে হাসি-খুশি।
স্বরণে রেখো আমায় তোমাদের স্মৃতির চারণ জুরে
পরে না হয় মগজ বেঁচো অভাব এলে পরে
বিক্রি করো চরা দামে অভাব যেন ঘুঁচে।
দিন যাবে রাত হবে গরিয়ে সন্ধ্যা বেলা
হতুম হয়ে ডালে বসে দেখবো সবার মেলা।
একটা সময় হৃদয় থেকে আমি যাব মিশে
পরিচয়ের আসবাব গুলো পা দিয়ে দিও পিশে।
বহু কালের পরিচিত আমি মাইনে ছারা দাস
শূন্যতায় ভূগে,আবেগে পরে,হয়ওনা হতাশ।
হৃদয়টাকে যত্নে রেখেছি ফর্মালিনে মেখে
চার প্রকোষ্ঠে তোমরাই ছিলে রেখেছি তা লিখে।