ভালো তো বাসলে..আপনও করলে
কত হাসলে.. কত হাসালে ,
কত পুর্ণিমা রাত.. কুয়াশার ভোর
প্রান্তর আর সবুজ ছায়া গুলোও তো দেখালে,
দেখালে রঙ্গিন প্রজাপতি আর কৃষ্ণ চুড়া
মাতাল হাওয়ায় কাশবনের শিহরণ ।
বুকের মাঝে স্বপ্ন গুলো একে দিলে রঙ্গিন তুলিতে
আবেগের ফুল গুলোকে ফুটতে দিলে আস্তে আস্তে ।
নিজের পায়ে দাড়াতে শেখালে
হাটতে শেখালে .. চলতে শেখালে
এমন কি উড়তেও শেখালে ।


আজ তো মিলিয়ে যাচ্ছে সবই
মিলিয়ে যাচ্ছে পুর্ণিমা..মিলিয়ে যাচ্ছে কৃষ্ণচূড়া ,
বিবর্ণ হয়ে পড়ছে সবুজ প্রান্তর
স্বপ্ন গুলোও মুছে যাচ্ছে একে এক ,
কেন শেখালে না তোমায় বাঁধতে ।।