ভগ্ন হৃদয় আমার ভাঙ্গাচোড়া তোবড়ানো
বিচিত্র জোড়াতালি গেটিসের ছড়াছড়ি,
কোথাও বা মোচড় খাওয়া কোন বড় দুর্ঘটনার চিহ্ন
রঙের ফাঁকেফাঁকে যন্ত্রণার জং বেরিয়ে আছে ,
সারাক্ষণ বিরক্তিকর ধ্বনি তুলে চলছে ।
চলছে বেশ জোড়ে সোরেই
ভাল কোম্পানির তৈরি তাই বেশ শক্তপোক্ত ।
.
একদিন আমাকে ভুলিয়ে এ হৃদয় নিলে তুমি,
নিলে তো নিলে সোজা তোমার দামি ওয়ার্কশপে।
বললে মনের মত চলছে না ...লাগবে বড় রিপিয়ার,
শুরু করে দিলে ঠুংঠাং খুটখাট
রাত দিন কাজ করলে আমাকে যন্ত্রণায় ডুবিয়ে ,
বললে আরও সময় লাগবে ..এত কমে হবেনা ।
আমার কষ্ট তো তোমের চোখে পড়লো না ।
এখন কি হলো ..কি করলে তুমি আমার হৃদয়ের ,
পারলে না তো সারাতে ।
হৃদয় তো দেখি স্পন্দনহীন পড়ে আছে
পড়ে আছে টুকরো টুকরো হয়ে এক ভাঙ্গারির দোকানে
শুধু উচ্চতাপের আগুনে ফেলে দেবার অপেক্ষায় । ।