চার পাশের উদ্বিগ্ন কণ্ঠস্বর ক্ষীণ আর দুর্বোধ্য শুনি
কারো ব্যস্ত চলাফেরা কানে আসে
শব্দগুলো অস্পষ্ট আর দূরবর্তী মনে হয় ।
নিশ্চল আমি শীতল.. লুটিয়ে রয়েছি মুমূর্ষু শয্যায়
দেহের উষ্ণতা যাচ্ছে মিলিয়ে.. ধীরে ধীরে
আমিও মিলিয়ে যাচ্ছি কোন প্রানহীন নিস্তব্ধ জগতে ।
তবু কোন উদ্বিগ্ন হাতের স্পর্শ অনুভূত হয়
বুঝতে পারি কিছু খস খসে জ্বালানির শব্দ
চকমকি পাথরের ঘর্ষণ ধ্বনিতে চমকে উঠি কোন গভীরে ,
দপ করে জ্বলে উঠে আগুন ..আলো আর উত্তাপ নিয়ে
আমাকে ঢেকে ফেলে এক আলোকিত উষ্ণ চাদড়ে ,
আবার প্রানের জগতে ফিরে আসতে থাকি আমি
আর চোখ মেলে সাগ্রহে দেখতে থাকি,
দেখতে থাকি আগুনের আলোয় ফুটে ওঠা অচেনা মুখগুলোকে ।