হৃদয়ে ব্যথা মনে আগুন যন্ত্রণায় করি বাস।
এমন অনুভূতি নিয়ে তবুও বেঁচে আছি,
সুন্দর ভুবনে।
মরিতে না চাইলেও মরিতে হইবে শুনিলে এই বাণী. মনে লাগে না ভয়,
মরিতে হইবে তো একদিন।
দিনটা কেমন জানি না!
সন্ধ্যা না কি সকাল,
না কি মধ্য রাত।
দিনে পুঁজি যতই করি রাতে হয় শেষ।
দিনে দিনে, বেলা যায়, রাত হয়। গত হয় কাল,
বাড়ে বয়স।
পাপ পুঁজির খাতা পূর্ণ, শূণ্য ভালো কাজ!!
আমি যন্ত্রণার সাগরে করি বাস।
.
মরিতে নেই ভয়, মরিলেই বাঁচি, মরিলে কমিবে পাপ-পুঁজী,
ভালো পাবে অবসর,খারাপ থাকিবে স্থীর।
সেটাই বেশ,
মরিলেই সব শেষ, তবুও শান্তি, মরিলেই যেন বাঁচি।
“পাপ হাসে,ভালো কাঁদে” কেন এ ভুবন,
একি নয় যন্ত্রণা?
ভাবিলে বাঁচতে নয়, মরিলেই যেন ভালো হয়।
কেন বাঁচিতে ইচ্ছা নয়?
বাঁচিলে বাড়িবে পাপ, বইতে হবে যন্ত্রণা,
দিন যাবে, মাস যাবে,
যাবে যে কত যুগ!! তবুও শোধ হবে না, পাপ-পুঁজির যন্ত্রণা।