প্রাকৃতিক বৈষম্যতার মধ্যে
যেমন
বৃষ্টির সৃষ্টি হয়, মেঘ বজ্রপাতের আঘাতে


হয়ত তেমন
কবির মনের মধ্যেইও


চোখের আমন্ত্রণে,
কয়েক ফোঁটা অশ্রুর আহব্বান
বৃষ্টিতে প্রকাশ পায়,
অন্য সবের দৃষ্টিতে


কবির দল এমন,
প্রকাশের তরঙ্গ উচ্চারিত হয় না,
তার চেয়েও অধিক কণ্ঠ!


লেখার বল প্রকাশের প্রকাশ ঘটায়
কবি ব্যথায় ব্যথিত,
আহত হৃদয়ে অশ্রু ঝরায়
বৃষ্টির মত।