রিমঝিম বৃষ্টি লাগে ভারী মিষ্টি,
ঠান্ডায় শরীর কাঁপে
ভিজতে ইচ্ছা খায় হিমশিম।


কুটে-খুটে পা টিপি,
এক পা দু পা, ধুরু ধুরু বুকে কাঁপন
ঠান্ডা হয়ে যায় গা।


ভিজতে মন, নাহি বাধা মানে,
শরীরও খারাপ করিলে মন কষ্ট পাবে।


ভয় কি তবুও পায় মন!
নাহি নাহি,
ভিজবো আজ শীতলও বৃষ্টির ধারায়,
মন খুশিতে রাঙাবো।