প্রিয় কাব্য শব্দদল
আমার হৃদয়ের অন্ত গভীরে তোমাদের দিয়েছি
বহুবার জন্ম।
প্রকাশ এনেছি শত পাঠকের দৃষ্টিতে।
কাব্য শব্দসব,
তোমরা কেমন আছো আমার ব্যস্ত হৃদয়ে?
নিশ্চই অযত্নে ভাল নেই!
তোমাদের ঠিক মত যত্ন নেওয়া হচ্ছে না,
বেশ দীর্ঘদিন ধরে।
আমার ব্যস্ততা,
ভীষণ অমনোযোগী ইদানিং।
তোমাদের খেয়ালে বিমুখ হয়ে পড়েছি।
শব্দসব,
শীঘ্রই তোমাদের লালন করবো,
অপেক্ষায় আমার অবসর।
মনের মধ্যে থাকো,
উড়ে যেয়ো না হৃদয় থেকে।
আমি আবার প্রকাশ করবো,
নতুন অর্জনে উদয় সূচনা। আলোকিত নতুন সমাজে।
শব্দ বুনে শব্দের তালি,
ঘুনি সুতার মত আবার তোমাদের দিয়ে সিলাই করবো স-শব্দের কাব্য কবিতার লাইন।