শত মানুষের প্রাণ! ঘটনা হলে মৃত্যু!
শিরোনাম কি শুধুই যথেষ্ট!
কেন নয়,
ঘটনার আগে একটু হুঁশিয়ার, কিংবা সতর্ক।
এত মানুষের কান্নার ভিড়,
হৃদয় দুর্বল, মর্মাহত করল।


বিপদ!
কপালের লিখন, নিয়তি, মানুষ কি করে বদলাবে ভাগ্যের লিখন!
ঘটনার সূত্র প্রকাশ মাত্র, মৃত্যু সকলের অনিবার্য!
শুধু কর অপেক্ষা, সময়টা কখন, হবে একটা নতুন ঘটনা। আজ আমার মৃত্যু!


বাবা মা কাঁদবে, স্মৃতি আঁকড়ে,
বুকের মানিক কোথায় গেলি!
চোখে অশ্রু ভেজা কণ্ঠে চিৎকার করবে,
ফিরে আয়, আয় ফিরে আয়,
আমার মানিক।


আত্মীয় স্বজন বলবে সবে, এই তো সেদিন কথা হল, হঠাৎ করে যে কি হলো!
মৃত্যু তার লেখা ছিল!


বন্ধুর চোখ, হয়ে আছে লাল টুকটুকে, অশ্রু গড়িয়ে আমায় যেন কিছু বলছে।
বন্ধু ফুঁপিয়ে ফুঁপিয়ে মরছে মনে, বন্ধু আমার হারিয়ে গেল মৃত্যুর সাথে!
এমন কেনো হল, কতই বা বয়স ছিল, মৃত্যু ছোঁয়ার চাদর পড়ল আমার বন্ধুর দেহে।


নির্মম, নিয়তির নিয়ম, জীবন ঘড়ির কাটা থেমে গেল,
আমি তাঁহার কাছে হলাম জমা,
রুহু নামের আত্মা।
মৃত্যু হলো আজ আমার কপালের লিখন।