অশ্রু ঝরে নয়নকোণে-
-কে তুমি সাদা বেসে! এক গহীন যাত্রায়।


একটু থামো, সময় দাও
আমাকেও নিতে হবে
তোমাদের এযাত্রায়।


আমি যে তোমাদের পথেও হয়েছি পথিক,
আমাকে নিয়ে যাবে না?


নিয়ে যাও আমাকেও তোমাদের সাথে,
একটু সময় নাও,
তোমাদের নগরে আমিও যাবো ঐ সাদা বেসে।
অন্ধকার আলোহীন ঘরে।


যতটা সময় নিয়েছি, বেঁচে গেছ জীবন
যতটা শ্বাস পেয়েছে অক্সিজেন,
ততটা লোভ বেড়ে গেছে বেঁচে থাকার স্বাদ।


তাহলে বল আর কতটা আমার স্থায়িত্ব?
চোখের কোণে দাগ বসেছে,
মরণ রোগের ছাপ। আর কতটা পালিয়ে বাঁচবে জীবন?
ধরা দিতে হবে এবার।


যাত্রা পথের পথিক দেহ, নিঃশ্বাসে বহুদূর
ধমকে যাবে জীবন ঘড়ি চলবে না আর, কোথায় পালাব?


মূল্যের সময় দাম পেলো না, দেহে মিললো সস্তা সাদা-বস্ত্র।
গন্ধ বাহার দেহ সজ্জা, স্তব্ধ।


নিঃশ্বাস নিতে কষ্ট হয়। বিশ্বাস আটকে দিয়েছে বিবেক। বিশ্বাস বলছে, থেকে যাও, এত তাড়া নিয়ো না।
-আমি প্রতিবাদ করি না, নীরবে সয়ে যাই। আর কতটা! বিশ্বাস ধরে রাখব নিঃশ্বাসে জীবন।


~~ বেঁচে থাক অজস্র প্রাণ, বেঁচে থাক বিশ্বাস। নিঃশ্বাস ধরে রাখ, কর নিয়ন্ত্রণ। বেঁচে থাকার যুদ্ধ, বিশ্বাসে শ্বাস নাও সবাই বেঁচে থাকবো।