এভাবেই কুঁড়ে, জমিয়ে রাখ
অতীত গড়ার প্রতিচ্ছবি আঁক


হঠাৎ একদিন বুঝবে শেষে!
বৃদ্ধকালে উঠবে হেসে।


কত রঙতুলিতে রঙ এঁকেছো
দেখবে তখন বয়স শেষে।


কাঁদবে নয়ন, আঁকড়ে বিবেক
সুন্দর্যের বিলীন দেখে।


চাঞ্চল্য ডাগর জ্যোতি কোথায় বিলীন নাশ!
সযত্নের রূপসী দেহে আজ রঙহীন কেশ।