আমি হেথায় আসিয়া করিয়াছি ভুল, আমি ঔটার সাথে লিপ্ত হইয়া করিয়াছি ভুল।
আমি ওই শব্দের সাথে সম্পর্ক গড়িয়া করিয়াছি ভুল,
আমি এই জগতে আসিয়াও করিয়াছি ভুল।
শুধু হইয়াছে আমার শনে ত্যাগ, আমি তা ভোগ করিয়া, করিছি ভুল।
সুখী হইতে চাইয়াছিলাম, তবুও কপালে ঝুটিলো দুঃখ।
অকালে ভাঙ্গিলো বুক,
স্বপ্নতুলার মত উড়িলো, শব্দটাও হৃদয় হইতে ভাগিলো, ভালবাসাও হৃদয় হইতে ফুরিলো।
ইহা ছিলো বাকি, করিবার ভোগ, তবুও আজ কপালে এটাও ঝুটিলো করিবার ভোগ।
অবশেষে বুঝিলাম, ভালবাস করাই ছিলো ভুল, তা হয় নয় ঠিক আজ বুঝিলাম।