আজ থেকে বছর খানেক পরে,
ফুটবে কদম ডালিম গাছটির পরে,
মিষ্টি গন্ধে ভরাবে বকুল-শিমুল,
ডাহুক ডাহুকী হইবে ব্যাকুল!