ভালো আছো তুমি কি, পুরোনো সেই সন্ধ্যা,
ধুলো মাখা কিশোরের প্রাণোচ্ছল মনটা,
বৃষ্টিভেজা দুুপুরগুলোয় ভিজতো যখন, সেই ক্ষণ।
ভালো আছো তোমরা?
বিশাল আকাশ ছিল সীমানা, মেঘগুলো ছিল তার ডানা,
ভেসে যেত দুরদুরান্তে কল্পনান্তে, যখন তখন।
রূপকথার সেই গল্পগুলোয় উড়াল দিত যে
সে নেই আজ, বন্দি কোথাও কোনো কারাগারে।
খেলার মাঠ দাপিয়ে বেড়ানো সে, আজ আনমনে
ভাবে শুধু অজস্র গল্পের পাতায় কোথাও
যেন হারিয়ে ফেলেছে নিজের গল্প টাকে।
রেখেছিলো এককালে সে মনের কোনো সিন্দুকে,
আজ হারিয়ে গেছে, কি জানি কিসের মায়াজালে।
শৈশবের সেই মায়াভরা দিনগুলো ছিলো যেন,
একেকটা পাতা সেই হারানো গল্পের।
উদ্ভ্রান্ত সে, দিগন্ত খোঁজে চোরা বালির পথ ধরে,
যান্ত্রিকতার মাঝেও হঠাৎ গোধূলি যখন তার চোখে খেলে,
পাগলা সে যে ছুটে চলে দিগন্তের মায়ার টানে,
সন্ধ্যে তারার পথ ধরে পাগলা চলে হেলে দুলে।
সন্ধ্যে হারায় রাতের মায়ায় খেয়াল খুশির আড্ডাতে,
পথ চলা তার থমকে দাঁড়ায়, যখন চোখ ভিজে যায় মাঝরাতে।