আর তারপর অসংখ্য সম্ভাবনা ফেলে রেখে দুজনে
হুট করে চলে যাচ্ছি,
এক নিভৃত জটিল বনে আমি
একটা বেলি গাছ দেখানোর কথা ছিল তাকে
হয়নি। ফুল ভিজে চলে গেছে অন্য গন্তব্যে
কুমারী বর্ষায় একপলক ভিজেছি দুজন
এরপর রাস্তাটা আর এগোয়নি
কোথায় যেন স্থবির হয়ে রয়ে গেছে
দুপায়ে নীল চুপচুপে অন্ধকার রেখে
বসে আছি
একা!
ঠিক একা নই, অসংখ্য আষাঢ়ে আকাশ কুসুম গপ্প
পুর্নজন্ম আমি মানি না,
একজীবনের ভীতি কাটবে না হয়ত আর
দেখা হবে না।
কথাও হচ্ছে টুপটাপ দুটি উম্মত ব্যাঙের
কেউ কাউকে কাছে টানছে না আজ
তবুও স্বাদ লেগে আছে
টুপটাপ