দিন নেই রাত নেই
আচানক এসে যায়।
জোর করে চেপে ধরে
মাথাটাকে চিপে খায়।
জ্ঞানী মাথা মূর্খ মাথা
সব মাথাই ভোগে
গরীব হও, ধনী হও
কিংবা ভুগছ ভীষণ রোগে।
লিপে নাও বাম আর
গিলে নাও বড়ি।
আধঘন্টার আগে কিন্তু
যাবে নাকো ছাড়ি।