গুপি বাঘার জুলুস এলো
পাড়া গায়ের মোড়ে
ছেলে,বুড়ো,নারী,যুবক ছুটছে মুখোশ পরে।
এক চেহারার মুখোশ গুলো
চোখ দুটো যে ফাঁকা
'বিনা চোখে ই আচ্ছে দিনের রঙ্গিন স্বপ্ন আঁকা'।।


গুপির গানে মন ছুঁয়ে যায়,
ঢাকে বাঘার হাত।
যুগলবন্দী র মারকেটিং এ
বিরোধী বাজীমাত।


ভীড়ের মাঝে বৃদ্ধ চাচা
বয়েস'টা তাঁর আশি
শুনতে পেলো পাশের মাঠের কানাই বাবুর বাঁশি
ভাব লো বুড়ো
"নতুন শিল্পী,বাজায় সেও ভালো"
এবার না হয় গাজন ছেড়ে
রাসমেলাতেই চলো।।