ভাঙ্গবে না ঘুম,
ভাঙ্গছে না ঘুম
ভাঙ্গবে কেবল নিয়ম কানুন।
গায়ের চাদর মনের ব্যথা।
প্রতিশ্রুতি মিছে কথা।
      
খুঁজছ কাকে? চোর ত সবাই
        লোভ ঠেকাতে কাজের বালাই ।
   "কাজ ও বুঝে কাজের ফাঁকি
মুখ লুকানো চৌর্যাবাজী"


তাই বুঝি আজ নূতন রুল
শান্ত রাতে গণ্ডগোল


শুনে আজও  
ভাঙ্গছে না ঘুম
ভাঙ্গছে কেবল নিয়ম কানুন।