নমস্কার সবাইকে। ব্যস্ততার কারণে অনেকদিন লেখা দিতে পারিনি :


আমার হৃদয়ে জমানো কষ্টগুলো
আ'মারি হৃদয়ের এক কোনে জমানো থাক,
তবুও তো সে, আমার হৃদয়ে সুরক্ষিত থাকবে।
যত দুঃখ, কষ্ট, হতাশা এসে আমায় জাপটে ধরুক
আমি সাদরে তাদের সাথে, আলিঙ্গন করবো।  


তবু আমি বলিষ্ঠ কণ্ঠে বলবো !
আমার কষ্টগুলো শুধু, আ'মারি হৃদয়ে সঞ্চিত থাক
কষ্ট আমার ভালবাসা, কষ্ট আমার সুখের ভরসা।


বহু যত্নে, হৃদয়ে লালিত কষ্টগুলো আজ বিসর্জিত হচ্ছে
মেঘলা দিনে, ঘন কালো মেঘের আড়ালে -
কোন এক নিদারুণ বর্ষার তরে-
ভেসে যাচ্ছে- অজানা, অচেনা কোন এক নদীর স্রোতে।  


হৃদয়ে লালিত সব কষ্টগুলো মিশে যাচ্ছে আজ
মহাকালের ভয়ানক কাল স্রোতে-
গন্তব্যহীন কোন এক অজানা পথের সাথে।


কষ্টেরা সব, আমায় ছেড়ে মিশে গেছে -
রোদের আলিঙ্গনে পৌষের ভোরের কুয়াশা হয়ে,
অথবা মিশে গেছে শেষ বিকেলে গোধূলি লগনে,
হয়তোবা হারিয়ে গেছে, অমাবস্যার রাতে-
ভয়ংকর ধুধু কালো অন্ধকার হয়ে।


রচনাকাল
১৬।০৯।২০২২
বারহাট্টা।