ইদানীং মনে হয়, বড় দুঃসময় চলছে আমার
সুসময়ে'র পাখিরা সব ডানামেলে -
উড়ে গেছে, কালো মেঘের অন্তরালে,
বার বার অস্তিত্বের যাতাকলে পিষ্ট হয়ে -
ডুবে আছি আজ, দুঃসময়ের ধুঁধুঁ আঁধার মাঝে
খুঁজে ফিরি আজ, যন্ত্রণা বিহীন নিরাপদ আশ্রয় ।


দুঃসময় ! পোষাক হয়ে, লেপ্টে আছে গায়ে
মুক্তি দেয়'না আমায়, দুঃসময়ের জরানো পোশাক
স্মৃতিরা সব অস্পষ্ট হয়ে থাকে -
হৃদয়ের তৃষ্ণা হয়ে, হাহাকার করে ।


ভালো থাকার অভ্যাসটা হারিয়ে ফেলেছি আজ
যখন বুঝতে পারলাম, সুসময়ে বন্ধু সবাই
দুঃসময়ে অচেনা সবাই ।


আমার দরকার একটু ছায়া........
দরকার একটু শীতল পরশ, অথচ  
আজ, মাথায় উপর ক্রমাগত শিলাবৃষ্টি ঝরে
দীর্ঘ শৈত্যপ্রবাহ, জড়িয়ে থাকে গায়ে,
বক্ষে বার্ধক্য, যৌবনে চির অক্ষমতা ।


সু'সময়কে বন্ধু ভেবে, যখন আলিঙ্গন করতে যাই
দেখি ! সেও অদৃশ্য হয়ে যায়,
ব্যালকনিতে ঝুলে থাকা, স্বপ্নের সায়রে,
মায়া র আলিঙ্গনে জড়ানো, এ পৃথিবীর কঠিন ইতিহাসে
এখন বড় দুঃসময় !


শত-সহস্র দুঃসময়ের মাঝে -
আমি সুসময়ের অপেক্ষায় বেঁচে থাকবো,
সু'সময়ের প্রতীক্ষায় আছে হয়তো ?
আমার-ই অনাগত বংশধর,
তাদের জন্য রেখে যাবো, একটু শীতল ছায়া -
অমলিন এক টুকরো পৃথিবী ।


রচনাকাল : নভেম্বর / ২০২০