একটি অনাগত শিশু ভূমিষ্ঠ হবে
কতো অন্যায়-অত্যাচার, অবিচার সয়ে,
হৃদয় মাঝে হাজারো স্বপ্ন এঁকে -
অপেক্ষায় অসহায় 'মা'-
শিশুটি ভূমিষ্ঠ হওয়ার আশায়।


৭১'র মার্চ থেকে শুরু, অপেক্ষার প্রহর গুনা
অবশেষ! অসহায় মায়ের কাণ্ডারী বেশে-
বঙ্গ মায়ের শ্রেষ্ঠ সন্তান এসে,
বজ্রকন্ঠে শোনালেন অভয় বানী.....!


ভয় নেই 'মা' তোর আমি ধরেছি হাল
সকল বাধার দেয়াল ভেঙে-
স্বাধীন মুক্ত বাতাসে শিশুটির জন্ম হবেই হবে..!
শ্রেষ্ঠ সন্তানের অভয় বানী শুনে-
অভাগী মায়ের পর্ণ কুটিরে- জ্বলে ওঠে আলোক শিখা।


সেদিন থেকে শিশুটিকে পাবার আশায়
পদ্মা, মেঘনা, যমুনা, গৌরী'র বহমান ঢেউয়ে-
আনন্দেতে বেজে ওঠে আগমনী সুর।


শিশুটিকে ভূমিষ্ঠ হওয়ার স্বপ্নে বিভোর হয়ে
বাংলা মায়ের সূর্য সন্তানেরা নির্ভয়ে দেয় আত্মাহুতি,
কতো মায়ের বুক হয়েছে খালি
লাখো মা-বোন হারিয়েছে ইজ্জত।


রণাঙ্গনের বীর যোদ্ধাদের, মুক্তির অগ্নিশপথে
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে
অতঃপর! শিশুটি ভূমিষ্ঠ হলো-
সবুজের বুকে লাল পতাকা হাতে,
"বাংলাদেশ" নামে বিজয়ের ১৬ই ডিসেম্বরে।