বিবেক! তুমি কোথায় আছো?
কোন ভুবনে বাস তোমার?
দেখতে খুব ইচ্ছে করে-
জাগ্রত তোমার মানবতার চিরচেনা রূপ।


তুমি হারিয়েছ বলে,
জাতির স্বপ্নদ্রষ্টারা হয়েছে আজ পথভ্রষ্ট,
হিংস্র দানব বেশে, বিবেক শূন্য হয়ে-
পুড়ায় মানুষ, লাশের উপর করে নৃত্য,
অবাক বিস্ময়ে দেখে সারা বিশ্ব।


তুমি নেই বলে, মানুষ হারিয়েছে মনুষ্যত্ব
স্বার্থের দ্বন্দ্বে অগ্নিশিখায় ঝলসে যায়-
কারো ভাই, কারো বোন অথবা
কোন বাবা-মায়ের আদরের সন্তান,
অতঃপর এ সমাজের নিরীহ মানুষ।


তোমার অভাবে আজ,
দেখছে মানুষ নির্মমতার চূড়ান্ত রূপ,
অমানবিকতার চূড়ান্ত মুখোশ।


প্রিয় বিবেক!  
ফিরে এসো তুমি, জেগে ওঠো মানব মনে,
তোমায় আজ, হন্যে হয়ে খুঁজে বেড়াই-
বস এসে মোদের- হৃদয় আঙিনায়।


রচনাকাল : ০১/১২/২০২৩
বারহাট্টা, নেত্রকোনা।