চারদিকে হৈঃ চৈঃ কলরব.....
আবার এলো ভোট,
মিটিং মিছিলের তোড়জোড় -
সবাই বেধেছে যার যার জোট ।


অট্টালিকা ছেড়ে প্রার্থীরা সব
ছুটছে ভোটারদের বাড়ি বাড়ি,
মুখে হাঁসি আর মেলাচ্ছে বুক
ঢালছে অনেক টাকা-কড়ি ।


প্রার্থী আমি বন্ধু সবার
সবাই আমার আপনজন –
ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের
ভাইরে সামনে নির্বাচন ।


প্রার্থীর পিছে কর্মী ছোটে
পাড়ায় পাড়ায় ঘুরে.....
ধনী-গরীব সবার দোরে -
প্রার্থী-কর্মী, হুমড়ি খেয়ে পড়ে ।


প্রতিশ্রুতির ছড়াছড়ি
যার যেমনটা চাই,
নির্বাচিত হলে- এই করবো, সেই করবো
কোন কিছুতেই, কৃপণতা নাই।


সময়ের সাথে সাথে কথা যায় পাল্টে
প্রার্থী যখন পেয়ে যায়, নিজ কাঙ্ক্ষিত আসন,
বলে তখন, 'ওসব শুধুই ছিল আমার -
নির্বাচনী ভাষণ'।


রচনাকাল : ০৩/১১/২০২১