নদীর বহমান স্রোতের মত বয়ে চলে সময়
সেকেন্ড.. মিনিট... ঘন্টা, দিন কিংবা রাত,
সময়ের স্রোতে ভেসে যায়- দিন, মাস, বছর...!


আধো আলো, আধো আঁধারে, সুখে কিংবা দুখে
অপেক্ষায় বসে থাকি, পৃথিবীর কোনো এক প্রান্তে
নতুন দিনের- নতুন সূর্য, নতুন প্রভাতের অপেক্ষাতে।


পুরানো সব গ্লানি ভুলে, নতুনের আগমনে
হৃদয় আঙিনায়  হাজারো  মুকুল ফোটে,
নতুন সুবাস ছড়ানোর প্রতীক্ষাতে।


নববর্ষের নতুন সূর্যের আবির রাঙা ভোরে
পাখিরা সব মিষ্টি সুরে ডেকে-
মেলবে ডানা নতুনের গান গেয়ে,
দূর আকাশে নীলের সমারোহে।


আজ এই দিনে, নতুন রূপে সাজবে পৃথিবী
নতুন দিনের নবীনের হাত ধরে,
নতুন উদ্যমে নব উদ্ভাবিত চমকে।


নতুনের আগমনে দেখবো নতুন স্বপ্ন
ভুলে যাবো পুরনো সব কষ্ট।
করবো আজ নতুন সব কল্পনা,
বিদায় দেবো হৃদয় মাঝে জমানো পুরনো সব যন্ত্রনা।


পুরানো সব গ্লানি পিছু ঠেলে নতুনের বারতায়
শুরু হোক নতুন জীবন,
নতুন স্বপ্নে এগিয়ে চলি হাতে হাত রেখে-
জাতি, ধর্ম, বিভেদ ভুলে মেতে উঠি আজ, নতুনের আগমনে।