আমি হয়তো আজও মানুষ হতে পারিনি
তাইতো যখন-তখন কালো মেঘে সূর্যকে আড়াল করে
ধূধূ অন্ধকারে ডুবে যাই,
সমস্ত সোনালী অতীত ভুলে, হয়ে পড়ি পথভ্রুষ্ট।


আমি হয়তো আজও মানুষ হতে পারিনি
তাইতো, বিবেকের মুখামুখি দাঁড়িয়ে
প্রশ্ন করি, নিজেকে -
আমি সত্যিকারের মানুষ হলে-
বর্ণীল আকাশের বুকে কালো মেঘের ছায়া দেখবো কেন?


আমি হয়তো আজও মানুষ হতে পারিনি
মানুষগুলো হৃদয় জুঁড়ে স্বপ্ন আঁকে,
সকাল..., দুপুর...,. গোধূলি... আমায় ছুঁয়ে যায়-
সময়ের নির্মম কড়াল গ্রাসে, আজ আমি বড় অসহায়।


আমি হয়তো আজও মানুষ হতে পারিনি
এক পশলা বৃষ্টির পর মানুষগুলো স্নিগ্ধ নীল আকাশে রংধনু দেখে,
আর ! আমি দেখি মেঘাচ্ছন্ন আকাশে কালো মেঘের খেলা।
মানুষগুলো যখন কোলাহলে দাঁড়িয়ে যায়,
তখন আমি, লোকালয় ছেড়ে পালিয়ে বেড়াই।


আমার আছে বিবেক, বুদ্ধি, মনুষ্যত্ব....
হৃদয়ে জমানো বিশ্বাস আমার শক্তি,
শক্তিই আমার বিধাতা,
আমি একদিন মানুষ হবো...!
আমিতো তাঁরই যত্নে সৃষ্ট রক্ত মাংসে গড়া মানুষ।