খুঁজে ফিরি আজো তোমায়-
কোথায় গেলে চলে? সকল মায়ার বাঁধন ছিঁড়ে,
সেই যে গেলে আর এলে না-
দিন কাটে আজ তোমার শূন্যতায়।


কোথায় আছ বাবা তুমি? খুঁজি তোমায় রোজ
স্মৃতির পাহাড় হাতছানি দেয়- বুকে ভীষণ ক্ষত,
ব্যাকুল প্রাণে খুঁজে ফিরি, কেউ জানেনা খোঁজ।


তোমার শূন্যতায় আজ, মনে পড়ে হাজারো স্মৃতি
শত আধার মাঝে খুঁজে ফিরি তোমায়-
দিশাহীন জীবনে তুমি ছিলে, আলোকময় জ্যোতি।


দূর আকাশে- হাজারো তারার ভিড়ে
খুঁজে ফিরি আজও, সুখ, দুঃখ আর অসহায়ত্বের সময়ে
আকুল হৃদয়ে গুনছি প্রহর, আসবে কবে ফিরে।


স্মৃতির পাতায় রবে তুমি অম্লান
চোখের কোণের জল মুছি,
আর বলো যেখানেই থাক- ভালো থেকো বাবা....
এতটুকুই প্রার্থনায়, তোমার অসহায় সন্তান।