মুজিব মানে, বাঙালির হৃদয়ে লেখা প্রিয় একটি নাম
মুজিব নামেই মিশে আছে "বাংলাদেশের" নাম ।


মুজিব মানে, কোটি বাঙালির হৃদয় স্পন্দন
হিমালয়ের মত উঁচু, মহাসাগরের মত উদার তোমার মন ।


মুজিব মানে, ৭ই মার্চের জনসমুদ্রের কাব্যিক অগ্নিঝরা ভাষণ
মহাকবি, মহাননেতা বেসে বাঙালির হৃদয়ে নিয়েছ আসন ।


মুজিব মানে, বাংলার অগ্নি পুরুষের বজ্র কণ্ঠস্বর
কৃত কর্মে হয়েছ- অমর, অক্ষয়, চির ভাস্বর ।


মুজিব মানে, ৬৯-এর গনঅভ্যুত্থান, ৭১-এর মুক্তির সংগ্রাম
পৃথিবীর মানচিত্রে লিখে গেছো, বাংলাদেশের নাম ।


মুজিব মানে, শিশু কোলে মায়ের মুখে ঘুমপাড়ানি গান
কোনোদিনও শোধ হবে না তোমার ত্যাগের দাম ।


মুজিব মানে, পালতোলা নৌকায়, মাঝির কণ্ঠে ভাটিয়ালী সুর
মুজিব নামেই ফুটে ওঠে, নব সূর্য নিয়ে স্বাধীন বাংলার ভোর ।


মুজিব মানে, বিশ্ব মাঝে বাঙালির বীরের পরিচয়
তোমার নেতৃত্বেই, রক্ত দিয়ে ছিনিয়ে এনেছি বাংলার বিজয় ।


মুজিব মানে, ইতিহাসের এক অনন্য নাম
তুমি বাঙালী জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।


রচনাকাল : ০১/০৮/২০২১