জীবনে প্রাপ্য সব কষ্ট-যন্ত্রণা আজ
না হয় আমারই হৃদয়ে কোণে জমানো থাক,
ঝরে পড়া দুঃখের বৃষ্টির কণাগুলো আজ
না হয় আমার চোখের কোণে জমে থাক।


আমি চাই, পৃথিবীর বুকে জমানো যত হতাশা, কষ্ট
সব এক এক করে- আমাকে জাপটে ধরুক,
জীবন চলার পথে- সব ব্যর্থতা, অপবাদ আমার উপর লাগুক
অশান্ত নদীর জোয়ারের ঢেউ উঠলে, আমার মনেই উঠুক
সেই অশান্ত ঢেউয়ে ভেসে গেলে শুধু আমিই যাই।


আকাশ জুড়ে কষ্ট আমার, কষ্টের নদীতে জোয়ার
এক বুক কষ্ট নিয়ে বয়ে বেড়াই একা, দেখার নাই'তো কেউ,
কষ্টের মাঝেও স্বপ্ন দেখি, হৃদয় মাঝে কষ্টের ছবি আঁকি
মাঝরাতে স্বপ্ন যায় ভেঙ্গে, দু'চোখ মেলে-
অবাক চোখে চেয়ে থাকি।


কষ্টগুলো বন্দী করে, পুষে রেখেছি মনের ঘরে
ভাল থাকার অভিনয়ে, মুচকি হাসি জমিয়ে রাখি-
ঠোঁটের কোণে।


রচনাকাল : ২৮/০৯/২০২৩
বারহাট্টা