আমার হৃদয়ের জমানো একাউন্টে কিছু কষ্ট জমা আছে
কিনবে নাকি কেউ?
কিছু কষ্ট খুব পুরনো- হৃদয় খাঁচা’য় বন্দি,
আবার কিছু কষ্ট ফ্যাকাসে হয়ে হারিয়ে যায়-
কঠিন বাস্তবের অতলে ।


কষ্ট আমার পাহাড় সমান
স্মৃতির বিস্মৃত প্রান্তর ছাড়িয়ে,
কিছু কষ্ট আমার মাঝে- নিঃসঙ্গ একা হয়ে থাকে
কিছু কষ্ট, বুকের মাঝে গুমরে গুমরে কাঁদে ।


কষ্ট! তুমি,,,,,,,,
কখনও শরতে’র শুভ্র-শ্যামল ছায়া,
আবার কখনও, দাবদাহময় গ্রীষ্ম'র তীব্র খড়া ।


কষ্ট আমার আপনজন, নিত্যদিনের সাথী
কিছু কষ্ট, প্রখর হয় বিধ্বংসী কালবৈশাখীর তাণ্ডবে,
কিছু কষ্ট, গর্জে ওঠে জোয়ারের উত্তাল ঢেউয়ে ।


কষ্ট আমার ভেজা চোখের পাতা, কষ্ট ধুধু মরুভূমি,
কষ্ট আছে হাতের রেখায়- কষ্ট কপালের ভাঁজে ।
কষ্ট আমার, খরতাপে ঝরে যাওয়া শুকনো গাছের পাতা
নিমেষেই ঝরে যায়, হয়ে যায় পর ।


আমার হৃদয়ে জমানো কষ্টগুলো আমারি থাক
বৃষ্টির কণার মত......
যুগল চোখে ঝরুক ঝর্ণার জলধারা ।


শরতের জ্যোৎস্নার হাসিতে আলোকিত হোক চারদিক
পাখিদের মধুর গুঞ্জনে, উঠুক নব প্রভাতের নব সূর্য,
হাসনাহেনার গন্ধে, শুভাসিত হোক চারিপাশ -
হোক জ্যোৎস্না রাতের স্নিগ্ধতার আলিঙ্গন ।