চারিদিকে ছড়িয়ে আছে, অশান্ত পরিবেশ
পুষে রেখেছে, সবার অন্তরে হিংসা বিদ্বেষ,
শান্তির শীতল ছায়া আজ-
ঝলসে গেছে, অশান্তির প্রখর উত্তাপে।


চাই একটা নিরিবিলি শান্তির আবাস
থাকবেনা যেথায়, ভাল মানুষের মুখোশধারী
শকুন, শিয়াল আর হিংস্র হায়েনার চিৎকার।


নিভৃতে বসেছি আজ, একমুঠো শান্তির খোঁজে
শত দুঃখ-কষ্ট, যন্ত্রণা হৃদয়ে গেঁথে-
আশায় প্রহর গুনি, শান্তি আসবে পৃথিবী জুড়ে,
অজানা কোন এক শান্তির দূত হয়ে।


একমুঠো শান্তির আশায়, বসে থাকি নীরবে, নিভৃতে
হঠাৎ! বিশাল আকাশের অদূর থেকে  
তীব্র গর্জনে ভেসে আসে-
বজ্রপাতের ভয়ংকর হুংকার!
চারিদিকে জ্বলছে আজ, অশান্তির আগুন -
সে আগুনে জ্বলে-পুড়ে হয়ে রই নিথর-নির্বিকার।


ভাবি বসে একা নিরালায়......
শান্তি বারতা নিয়ে, নব সূর্য উঠুক দিগন্ত জুড়ে
শিউলি ফোটা, শিশির ভেজা সকালে ।


রচনাকাল : ১৪/১০/২০২২
বারহাট্টা ।