এক খণ্ড মুক্ত আকাশ পেলেই.....!
তারার মেলায়, জ্যোৎস্না ভরা স্নিগ্ধ রাত দেবো
মেঘলা আকাশে টুকরো টুকরো সাদা-কালো মেঘ দেবো।  


শুধুমাত্র এক খণ্ড মুক্ত আকাশ পেলেই.....!
হৃদয় মাঝে জমানো সব দুঃখ-যন্ত্রণা
তীব্র বেগে ছুঁড়ে দেবো মহাশূন্যের দিকে,
নতুনের বারতায় সমুদ্রের নীল জলে-
এক ঝলকে জ্বালাব সোনালী রোদ্দুর।


শুধুমাত্র এক খণ্ড মুক্ত আকাশ পেলেই.....!
বুকে জমানো কষ্ট-বেদনা নিমেষেই সব ধুয়ে দেবো-
বর্ষার এক পশলা বৃষ্টিতে,
বজ্রের হুংকারে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো -
বহু বছর ধরে জমানো ব্যর্থতার গ্লানি।


শুধুমাত্র এক খণ্ড মুক্ত আকাশ পেলেই.....!
বুকে চাপা দীর্ঘশ্বাস'কে পিছু ঠেলে -
মিশে যাবো দক্ষিণা হিমেল হাওয়ায়,
মনের সুখে ভেসে বেড়াবো, শরতের সাদা মেঘের ভেলায়
বহু যতনে গড়বো বসতি শুভ্র কাশের স্নিগ্ধ ছায়াতলে।


রচনাকাল :
১০/১০/২০২২
বারহাট্টা