হৃদয়ে জমানো যন্ত্রণা গুলোকে
শিয়রের কাছে, স্তরে স্তরে সাজিয়ে-
শুয়ে পড়ি বালিশে মাথা রেখে,
নিশ্চিন্তে এক প্রহর ঘুমবো বলে।


হঠাৎ! মধ্যরাতে দেউলিয়া স্মৃতিগুলো জেগে ওঠে-
হৃদয়ের ক্যানভাসে!
চোখের পর্দা সরালে-
দেখা মেলে অচেনা এক ফেরারি রাত।


মনে মনে ভাবি, জড়তা সব ঝেড়ে ফেলে
জেগে উঠবো পাখির গুঞ্জনে-
নব প্রভাতের স্নিগ্ধ আলো গায়ে মেখে।


আমি এক যন্ত্রণার ফেরিওয়ালা
খুঁজে ফিরি একমুঠো সুখ,
তাইতো রেখেছি, আমার উৎসুক চোখ
হেমন্তের আকাশে সুদূরে উড়ে যাওয়া-
সারি সারি ধবল মেঘের পানে।


হারানো সুখগুলোকে খোঁজে বেড়াই
পাখি, ফুল, মেঘ, বায়ু আর তরঙ্গের হিল্লোল মাঝে,
অথবা সমুদ্রের উত্তাল ঢেউয়ে কিংবা নদীর তরঙ্গের মাঝে।


ক্লান্ত হৃদয়ে ভাবি!
অতি প্রিয় স্মৃতির আড়ালে লুকিয়ে থাকা দিনগুলো
একদিন হয়তো গিলে খাবে-
যন্ত্রণা নামক হিংস্র দানব।