স্মৃতিরা আজ, অপেক্ষমাণ হয়ে
বসে আছে, স্বপ্নময় অন্ধকার ড্রইং রুমে
ব্যালকনিতে ঝুলছে -
শুকনো লতানো গাছে "অদৃশ্যমান স্মৃতি" ।


ক্লান্তির অবসরে, বেডরুমে আবার স্বপ্নরা হয় দৃশ্যমান
স্বপ্নের স্পর্শে স্থির হৃদয়ে -
আবার স্পন্দন জাগে...
স্বপ্নরা আবার বাসা বাঁধে
ক্লান্ত হৃদয় মাঝে -
অতৃপ্ততার সঙ্গী সাজে ।


সুখের নাগর দোলায় আজ - দুলছ তুমি
রাতের নিঃসঙ্গতা নিয়ে, দীর্ঘ হচ্ছে প্রহর
তোমার যুগল চোখের জল,
আজ, ভাসতে ভাসতে বন্দী হয়েছে -
পাষাণ হৃদয় খাঁচায় ।


মনে করে দেখো, তীব্র বর্ষণে
তোমার যন্ত্রণাকে কিভাবে দিয়েছিলাম মুছে-
ভালবাসার মায়াবী আহ্বানে ।


নির্জনে একা বসে ভাবি আজ
ফেলে আসা স্মৃতি -
তোমার খণ্ডিত হৃদয়, স্পর্শ করে কি ?