ঢাকা কেন্দ্রীয় কারাগারের দেওয়ানি সেলে
সদ্য ফোটা কামিনী ফুল,
নিজের গন্ধ বিলিয়ে কাল রাতে আমাকে বলেছে,
আমি যেন কবিতায়, শেখ মুজিবের কথা লিখি ।


বাঙালির প্রাণপ্রিয় ৩২ নম্বর থেকে
রক্ত গঙ্গার স্রোতে ভাসা, এক ফোঁটা লাল রক্ত
আমার হৃদয় স্পর্শ করে বলল,
আমি যেন কবিতায় ১৫ই আগস্টের -
সেই ঘৃণ্য হত্যাযজ্ঞের কথা লিখি ।


শ্রবণের মেঘে ঢাকা আকাশ থেকে ঝড়ে পড়া
এক ফোঁটা বৃষ্টি...
ভেজা চোখে কেঁদে কেঁদে আমায় বলল,
আমি যেন কবিতায়, সে রাতে ৩২ নম্বরের -
আত্মচিৎকারের কথা লিখি ।


হাজারো বুলেটের মাঝে -
পিতার পাঁজর ঝাঁঝরা করা রক্তাক্ত একটি বুলেট
আমার হৃদয় স্পর্শ করে বলল,
আমি যেন কবিতায়, ইতিহাসের কালো অধ্যায়ের কথা লিখি ।


দিন পঞ্জিকার পাতা থেকে -
একটি বছর, একটি মাস, একটি দিন...
স্মৃতির আয়নায় ভেসে আমায় বলল,
আমি যেন, ৭৫-এর ১৫ই আগস্টের কথা লিখি ।


সমবেত সকলের মতো, আমিও শিশুদের খুব ভালবাসি
শিশুদের কোলাহল, হৈ-হুল্লোর থেকে-
একটি আর্তনাদ ভেসে এসে....
আমার কানে কানে বলল,
আমি যেন, শিশু রাসেলের বাঁচার আত্মচিৎকারের কথা লিখি ।


আমি আজ, কামিনীর কথা রাখলাম
আজ সেই, রক্তের কথা রাখলাম,
এক এক করে আজ আমি সবার কথা রাখলাম,
আমি আজ, সেই ঘৃণ্য হত্যাযজ্ঞে কথা বলতে এসেছিলাম।


রচনাকাল : ১৪/০৮/২০২১