একলা পথচলা, সঙ্গীহীন নিঃসঙ্গ একা
সময়ের স্রোতে ভেসে চলে সময়
থেমে থাকেনা সেতো কভু,
সময়ের সাথে পাল্লা দিয়ে, এ পথচলা-
থেমে যাইনি কখনও, সঙ্গীর অপেক্ষায়।


একলা পথচলা, সঙ্গীহীন নিঃসঙ্গ একা
সঙ্গীহীন পথিক ছিলাম আমি, নীরবে পথ চলেছি
নিঃসঙ্গ একা.....!
মেঠো পথের অজপাড়াগাঁয়ের কাদা মাটির রাস্তা ধরে,
এখন আমি পথ চলি শহরে পিচঢালা পথ ধরে-
যান্ত্রিক শহরের ব্যস্ত মানুষের কোলাহলে।


ইচ্ছা শক্তিকে লক্ষ্য করে
নির্ভয়ে বাধাবিঘ্ন সব পিছু ঠেলে,
বিজয়-বিপর্যয়ের সঙ্গে সাক্ষাৎ করে
পেয়েছি, সফলতার দেখা-
সফলতা তুমি আজ আমার, শুধুই আমার।