বছর ঘুরে নতুনের ছোঁয়ায়
হৃদয় জুড়ে, হাজারো মুকুল-কলি ফোটে
একরাশ সুবাস বিলানোর প্রতীক্ষাতে ।


বৈশাখ এসেছে ফিরে, বাঙালির ঘরে
পুরানো জীর্ণতাকে পিছু ঠেলে নতুনের আহ্বানে,
বটের ছায়ায় রাখালের বাঁশি সুরে ভেসে,
ফসলের মাঠে সোনালি ধানের মৌ-মৌ গন্ধে মিশে।


উৎসবের জোয়ারে ভেসে আবার
বৈশাখ এসেছে ফিরে, বাংলার বুকে !
নব সূর্যের আলোয় আলোকিত প্রভাতে,
পাখির ডানায় ভর করে- আকাশের নীলের সমারোহে।


বৈশাখ পৌঁছেছে এসে, নতুন রূপে সেজে
বাঙালির বর্ষ বরণ আয়োজনে;
নতুনের ছন্দে নবীনের হাত ধরে-
পাখিদের কলতানে আর কোকিলের সুর ছন্দে।