ফাগুনের মমতার ছোঁয়ায়, বসন্তের দ্বারপ্রান্তে
আমি ফিরে পেতে চাই, ধূলিধূসর বর্ণীল শৈশব
ফিরে যেতে চাই, বাসন্তী দুপুরের প্রখর রোদ্দুরে
আঁকাবাঁকা মেঠো পথ ধরে, প্রকৃতির সবুজ ছায়াতলে।


নীল আকাশ জুড়ে, উড়ে যেতে চাই এক ঝাঁক পাখি সাথে
জীর্ণতা বিদায় দিয়ে, পাখির কলরবে উঠবো ফুটে -
বসন্তের নতুন ছোঁয়ায় আলতা রাঙা ভোরে ।


বসন্তের তরে, নব উদ্যমে মিশে যেতে চাই...
পথের ধারে বয়ে চলা নদীর স্রোতে
এক দল বুনো হাঁসের ডুবসাঁতারে,
বসন্তের কুহু কুহু তানে, আবিরের রঙিনে
কিংবা জোৎস্নামাখা বসন্তের স্নিগ্ধ আঙিনায় ।


মিশে যাবো আমি, বসন্তের কোকিলের মিষ্টি সুরে
নয় তো পলাশ, শিমুল আর কৃষ্ণচূড়ার তরে,
মাঘের শেষে, ফাগুনের বেশে-
জীর্ণ তার গ্লানি নিয়ে শীতকে দেবো বিদায়
ঋতুরাজ বসন্ত নিয়ে, আসবো ফিরে প্রকৃতির কোলে ।