আজ আমার ফাঁসির দিন !
সম্পন্ন হয়েছে সকল আনুষ্ঠানিকতা
প্রস্তুত ফাঁসির মঞ্চ,
প্রতীক্ষা আর কিছু সময় মাত্র।


প্রশস্ত গলা বরাবর ঝুলছে দড়ি
গোফওয়ালা জল্লাদ চেয়ে আছে-
রুমাল পতনের ইশারায়।


ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আমি আজ, নিঃসঙ্গ একা
আকাশে উড়ে যাওয়া সর্বশেষ উদাস পাখির মতো,
নির্জন নিস্তব্ধ মৌন পাহাড়ের মতো অথবা
জনশূন্য নিঃশব্দ দ্বীপের মতো।


মৃত্যু সম্মুখে দাঁড়িয়ে হৃদয় মাঝে  
জ্বলছে প্রতিশোধের আগুন,
যেসব মুখোশধারী ভদ্রলোক নিজ স্বার্থে-
হাতে তুলে দিয়েছে অস্ত্র বানিয়েছে খুনি,
যাদের নির্দেশে করে গেলাম অন্যায়
তারাই জনসম্মুখে আমায় বলে- রাষ্ট্রদ্রোহী, জঙ্গি, সন্ত্রাসী..


মৃত্যুর পরোয়ানা আমাকে আজ, বিচলিত করে না
জল্লাদের রক্ত চোখ আমাকে ভীত করে না,
জালিমরা নিয়ে আসুক আমার জন্য মৃত্যুর সমাচার।


জেগেছে জনতা, জেগেছে বিবেক-
ওহে! অপশক্তি, ওহে! মুখোশধারী,
সময় ঘনিয়ে এসেছে, প্রস্তুত থাক-
মিশে যাবে এবার চিরতরে- অপশক্তির দাবানল।


একটাই দুঃখ রয়ে গেল হৃদয় কোনে
নিজ কানে পারলাম না শুনতে-
ধ্বংস স্তূপের নিচে থেকে -
তোদের বাঁচার আত্ম চিৎকার।


ধ্বংস তোদের অনিবার্য -
একথা ভেবে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও
সমস্ত কষ্টকে জলাঞ্জলি দিয়ে -
ঠোঁটে খেলা করে মুচকি হাসি।