হে ! বিধাতা টোকাই বেশে জন্ম নিয়েছি
সেটাই কি আমার অপরাধ..........?
ফুটপাতে শৈশব-কৈশোর কাটছে আমার,
দেয়নি কেউ তুলে মুখে, ভালবেসে এক মুঠো ভাত ।


সারা বেলা পথের মাঝে, ঘুরি আমি একা
বোতল অথবা কাগজ যেখানে যা পাই তা কুড়িয়ে-
পরিশ্রম হলেও, আনন্দেতে কেটে যায় বেলা।


হোটেলের ভদ্র খাবার কোনদিন জোটেনি
কখনও আমার কপালে......
শ্রমের বিনিময়ে যা পাই -
তা দিয়েই কোনরকম দিন কাটাই ।


দু'টো বেলা দু'মুঠো খাবারের জন্য
কতশত কাজ করে যাই,
আমার জন্য কারো, কাঁদে নাকো প্রাণ
টোকাই বলে অনাদরে, অবহেলায় পড়ে থাকি একা
মিষ্টি হেসে ডাকেনা কেউ, বলেনা কেউ আদর মাখা কথা।


মায়ের আদর পাইনি কোনদিন
স্নেহ ভরে ডাকেনি কেউ আমায়, আয় খোকা আয়....
জানিনা আমি, কে যে আমায় জন্ম দিল ?
কেই'বা আমার জন্মদাতা পিতা ।


দিনের আলো নিভে, সন্ধ্যা নেমে এলে
ক্লান্ত শরীর, ফুটপাতে অথবা প্লাটফর্মে -
যেথায় সুযোগ পাই, গা-হেলিয়ে ঘুমিয়ে যে যাই,
কখনো আবার ধান্দার লোভে পুলিশ বেটারা -
চোখ রাঙ্গিয়ে, দূরদূর করে তাড়ায় ।


দুঃখে-কষ্টে জীবন আমার মিলেমিশে একাকার
কুকুরের সাথে ভাগ করে খাই, আমার কষ্টে আনা খাবার ।


বাঁচার জন্য বেঁচে আছি, করে যাই লড়াই
আমার জীবনে অবজ্ঞা ছাড়া, নেই কোন বড়াই
মায়ের দেয়া নাম ধরে, ডাকে না আমায় কেউ-
একটা নামে সবাই চিনে- "সবাই বলে টোকাই" ।