বিজয় তুমি এসেছিলে!
বাহান্ন'র ভাষা শহীদের রক্তের জোয়ারে ভেসে,
ঊনসত্তরের গণঅভ্যুত্থান আর
একাত্তরের ৭ই মার্চের অগ্নিঝরা ভাষনে।


বিজয় তুমি এসেছিলে!
কোটি বাঙালীর মুক্তিকামী প্রাণের স্পন্দনে,
লাখ শহীদের রক্তগঙ্গায় ভেসে-
বাংলার সূর্য সন্তানদের নির্ভয়ে আত্মাহুতিতে।


বিজয় তুমি এসেছিলে!
সন্তানহারা মায়ের বুক ফাটা হাহাকারে,
লক্ষ মা-বোনের ইজ্জততের বিনিময়ে আর
বীরাঙ্গনা মায়ের শাড়ির পবিত্র আঁচলে।


বিজয় তুমি এসেছিলে!
রণাঙ্গনের বীর যোদ্ধাদের, মুক্তির অগ্নিশপথে
দীর্ঘ নয় মাস যুদ্ধ শেষে-
রেসকোর্স ময়দানে পাকিস্তানিদের আত্মসমর্পণে।


বিজয় তুমি এসেছিলে!
একাত্তরের ১৬ই ডিসেম্বরে-
শস্য-শ্যামল এই বাংলার আঙিনা জুড়ে।


রচনাকাল : ০৫/১২/২০২৩
বারহাট্টা, নেত্রকোনা ।