বিজয় মানে, মুক্ত বাংলা জুড়ে একরাশ আলোর মিছিল
হানাদার মুক্ত আকাশে, পূর্ণিমার চাঁদের আলো ঝিলমিল ।


বিজয় মানে উদ্ভাসিত আগামীর স্বপ্ন নিয়ে পথচলা
সবুজ ঘাসের তরে, প্রজাপতির মুক্ত ডানা মেল উড়ে চলা ।


বিজয় মানে, মায়ের কোলের নবজাতকের একরাশ হাঁসি
মমতাময়ী মায়ের মমতার আঁচল তলে, আনন্দেতে ভাসি ।  


বিজয় মানে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী অগ্নিকন্ঠস্বর  
ঝিম ধরা অতীতকে বিদায় দিয়ে নতুন প্রত্যাশায় হই অগ্রসর।


বিজয় মানে, কালবৈশাখী ঝড়ের শেষে সোনালী রোদের হাঁসি
মাঠে প্রান্তরে মধুর সুরে বেজে উঠা, রাখালিয়া বাঁশি ।


বিজয় মানে, সবুজের বুকে লাল পতাকায় সোনার বাংলাদেশ
সেরা জাতি, সেরা মোদের দেশ, মিশে আছে স্বর্গীয় আবেশ ।